মার্কিন নারীকে শ্লীলতাহানি; আসামীর ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদারত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় আদেশ দেন।

সাজাপ্রাপ্ত তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল, যিনি স্বামীর চাকরির সূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বসবাস করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে ভুক্তভোগী মার্কিন নারী প্রাতঃভ্রমণে বের হলে সার্কিট হাউস এলাকায় আসামি তারেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন তিনি কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মাত্র দুইদিন পর পুলিশ অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।