‎মাছের ঘের দখল নিয়ে মারধরের ঘটনায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

‎কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল মতির বাপের পাড়া ব্রিজ এলাকায় খাল দখল করে মাছ ধরা নিয়ে মারধরের ঘটনায় কুতুবদিয়া এনিসিপির যুগ্ম সমন্বয়কারী রিদুয়ানুজ্জামান হেলালীসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলাটি করেছে মারধরে গুরুতর আহত  ভুক্তভোগী বাপ্পি। সে মতির বাপের পাড়ার নুরুল হুদার ছেলে।

‎‎মামলার বাদি বাপ্পি ও এজাহার সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট রাতে মামলার আসামী রুবেল, হেলালি, আরাফাত, পারভেজ ও নুরুল হুদা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড়, দা, চুরি ও লাটি নিয়ে হামলা করে বাপ্পির উপর। আসামিদের মারধরের ফলে তার ঠোঁট ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম হয়। এজাহারে উল্লেখ করা এসময় তার পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায় আসামীরা। মামলার বাদি বাপ্পি জানান ঠোঁটের ক্ষতস্থানে তিনটি সেলাই দিতে হয়েছে।

বাপ্পির মা ফেরদৌস বেগম বলেন, মাছ ধরা নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় আরাফাত ও সমন্বয়ক পরিচয়দানকারী হেলালী আমার ছেলে বাপ্পিকে হুমকি দিয়ে আসছিল। প্রশাসনের কথা বলে  আরাফাত নামের ছেলেটার মাধ্যমে ৫০ হাজার টাকাও নিয়েছে হেলালী। সেটার জন্য থানায় বিচারও দিয়েছি। কিন্তু সুরাহা হয়নি। উল্টো বিচার চলাকালীন আমার ছেলে খুন করার উদ্দেশ্যে হামলা করেছে আসামীরা।

‎তবে স্থানীয়রা জানান, মারধরের ঘটনার পরের দিন (২৩ আগস্ট ২৫) উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ করে দেয়। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ও‌সি মো: আরমান হো‌সেন ব‌লেন, মারধরের ঘটনায় মৎস‌্যজী‌বি মো:রবা‌প্পির দা‌য়েরকৃত মামলা‌টি রুজু হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে‌ পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।