মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি – গ্রেফতার দুই

চট্টগ্রাম

দরিয়া নগর ডেস্ক

চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ ১৮ অক্টোবর ভোর সাড়ে ৪ টার দিকে বাকলিয়ার মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে মো. জাহিদুল আলম সানি (২০) এবং আলম কুঠির এলাকা থেকে মো. হেলাল (২৪)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত কাল ১৭ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে মহানগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ পূজা দেওয়ার জন্য মন্দিরে এসে টিনের গেইট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং মন্দিরের ভিতরে ২টি দানবাক্সে থাকা নগদ আনুমানিক ৭০ হাজার চুরি হয়ে গেছে। এই ঘটনায় কোতোয়ালি থানা মামলা দায়ের করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরের উন্নয়নের জন্য ২টি দানবাক্সে পূজা দিতে আসা লোকজন টাকাগুলো দান করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মামলা রুজু হওয়া পর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই রবিউল হোসেন ও ফোর্সসহ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মন্দিরের সিসি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখন নগরের সাবান ফ্যাক্টরি ও একই থানাধীন আলম কুঠির এলাকায় অভিযান পরিচালনা করে চুরির সাথে জাড়িতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সাড়ে চার হাজার টাকাও জব্দ করা হয়।