কক্সবাজার প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো সিল করে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে এবং তাদের যেন কেউ অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
ইসি সানাউল্লাহ আরো বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”
নির্বাচনকে ঘিরে এখন থেকেই যৌথবাহিনীর অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, “এ অভিযানের মূল লক্ষ্য হবে—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।”
এই নির্বাচন কমিশনার (ইসি) বলেন, “মিন মিন করে নির্বাচন করা যাবে না। এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।”
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












