নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্রের পাড় থেকে নারী-শিশুসহ ৪২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে রোহিঙ্গারা। বেলা ১১টার সময় উপজেলার ভাটিয়ারী সমুদ্র এলাকা থেকে স্থানীয় জনগন তাদের আটক করে।
স্থানীয়রা জানান, সমুদ্রের পানি থেকে বেশ কয়জন মহিলা, পুরুষ ও শিশুসহ উপরের দিকে আসতে থাকে এসময় স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানান গতকাল রাতে তারা ভাসনচর থেকে চট্টগ্রামে আসার জন্য ৪টি ট্রলার যোগে রওনা দেন।
মাঝ পথে তাদের ট্রালারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাঝি তাদেরকে এখানে নামিয়ে দেন। বাকি ৩টি ট্রলার পালিয়ে যায়। আটককৃতরা জানান তারা ভাসানচর রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিল।
পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবক জানান, জনপ্রতি ৬ থেকে ৮ হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দালাল তাদের ক্যাম্প থেকে বের করে। রবিবার রাত ১২টায় তাদের নৌকায় তুলে ২টার সময় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।