বৃষ্টির পানিতে আবারও ডুবল বন্দরনগরী

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

বর্ষা মৌসুমের শেষের দিকে এসে আবারও কোমর পানিতে ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। ভয়াবহ জলাবদ্ধতার কারণে নিচু এলাকাগুলো তলিয়ে গেছে কোমর পানিতে।

গত ২ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও সকাল সাড়ে ৭টার পর টানা ৩ ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, কাপাসগোলা, দামপাড়া, জিইসি, মুরাদপুর, পাঁচলাইশ, মোহরাসহ বেশ কিছু বেশ কিুছু নিচু এলাকা। এছাড়া ভবনগুলোর নিচতলার বাসাগুলোতে পানি ঢুকে যাওয়ার ফলে দুর্ভোগে পড়েন মানুষ। এদিকে বৃষ্টির কারণে  দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুলগামী ছাত্রছাত্রীরাও।

মূলত অমাবস্যা-পূর্ণিমার জো এর কারণে কর্ণফুলী ও হালদা নদীতে পানি বেড়ে যাওয়ায় জোয়ারের সময় নামতে পারছে না বৃষ্টির পানি। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীতে। নগরবাসী বলছেন, জলাবদ্ধতা প্রকল্পের সুফল অনেকটা ভোগ করছেন তারা। তবে ছোট ছোট নালাগুলো নিয়মিত পরিস্কার ও নালার মূখগুলো বড় করলে দ্রুত নামতে পারবে নগরীর পানি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারনে বৃষ্টিপাত হচ্ছে আজ ও কাল মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।