‘‘বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে আবারও ‘জুলাই জাগরণ’ হবে’; ’কক্সবাজার জেলা আমীর

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংস্কার, বিচার ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে দেশব্যাপী আবারও ‘জুলাই জাগরণ’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, “অতীতের মতো দিনের ভোট রাতে এবং ভুয়া-ডামি মার্কার নির্বাচন হলে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্ট হবে। তাই সবার জন্য সমান সুযোগের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন দিন।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহরের পাবলিক হল মাঠে কক্সবাজার শহর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী সরকার দেশের প্রতিষ্ঠান, সামাজিক শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংস করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম জাতিকে মুক্তির পথে এগিয়ে নিলেও এখনো প্রত্যাশা পূরণ হয়নি। এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব চলছে।

বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। দলটি ক্ষমতায় গেলে সুশাসন, ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধ রক্ষা করে দেশকে এগিয়ে নেবে। দলটির কোনো এমপি অতীতের মতো ব্যক্তিগত সুযোগ-সুবিধা নেবে না, বরং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেবে।

তারা কক্সবাজার-০৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুরকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান।

গণমিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড হাতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শহরের ব্যবসায়ী ও পথচারীরা হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মো. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী ও সহকারী সেক্রেটারি দরবেশ আলী আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।