নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের(বীর উত্তম) প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রবিবার (৩১ আগস্ট) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক তৌবিন মোহাম্মদ ইমরান, সি:সহ সভাপতি শাহেদ হোসাইন বাবু ও দপ্তর সম্পাদক ফাহিম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। পরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের(বীর উত্তম) সমাধিস্থল জিয়ারত করেন করেন এবং মাগফেরাত কামনায় দোয়া করা হয়।