বাপা চকরিয়া উপজেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

চকরিয়া

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় চকরিয়া পৌরসভাস্থ ধাঁনসিড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় চকরিয়ার প্রাণ-প্রকৃতি রক্ষা, হারিয়ে যাওয়া চকরিয়ার সুন্দরবন, মাতামুহুরী নদী, বিভিন্ন পাহাড় কাটা ও প্যারাবন ধ্বংসের বিরুদ্ধে করণীয়সহ পরিবেশ সংরক্ষণের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাপা চকরিয়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক হামিদুল ইসলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাপা মহেশখালী উপজেলা শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী। প্রধান বক্তার বক্তব্য দেন বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।

বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাপা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক এস এম ইকবাল বাহার চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সভায় স্বাগত বক্তব্য দেন বাপা মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

বক্তারা বলেন, অপরিকল্পিত পাহাড় কাটা, নদী দখল ও বন উজাড়ের ফলে চকরিয়ার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় নারী নেত্রী সাহানা বেগমসহ বাপা চকরিয়া উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।