কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে আটক করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে সাতজন জেলে ছিলেন।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহল চলাকালে আরাকান রাজ্যের জলসীমায় প্রবেশ করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়।
পরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে একটি কাঠের মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল ও প্রায় ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা ফেরত দিয়েছিল। তবে বর্তমানে অনুপ্রবেশকারী জেলেদের স্থানীয় আইন অনুযায়ী আটক রেখে বিচার প্রক্রিয়া চলছে।












