কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছে প্রশাসন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয়রা বিক্ষোভে নামে।
এ সময় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটরও ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “সড়ক অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”