বর্ণাঢ্য আয়োজনে চিটাগাং গ্রামার স্কুলে শরৎ উৎসব উদযাপন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

আনন্দ আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চিটাগাং গ্রামার স্কুলে (ন্যাশনাল কারিকুলাম) উদযাপিত হয়েছে শরৎ উৎসব।
শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে শরৎ উৎসবের আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মৃৎ শিল্পের চিত্রকর্ম, চিত্র প্রদর্শনী, পুতুল নাচ এবং পুরস্কার বিতরণ। এই উৎসবে চট্টগ্রামের বিপুল সংখ্যক স্কুলের শিক্ষার্থী অংশ নেয়। ছাত্র-ছাত্রীরা শরৎকালের প্রকৃতির সৌন্দর্যকে নানা রঙে ও সৃজনে প্রকাশ করে। পাশাপাশি স্টলে পরিবেশিত হয় দেশীয় খাবার এবং হস্তশিল্প। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে শিক্ষক, অভিভাবক, ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, সিজিএস আপারের প্রধান শিক্ষিকা রুবাইনা মাহমুদ চৌধুরী, ফ্রোবেল একাডেমির প্রধান শিক্ষিকা তেহসিন জোবায়ের, সিজিএসের (ন্যাশনাল কারিকুলাম) প্রধান শিক্ষক তাহসিন খান, ডেপুটি হেড রাহিল জামাল, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) ইসরাত জাহান, প্রাইমারির প্রধান শিক্ষিকা জামিলা আক্তার, সিনিয়র এডমিন বেগম আরজুন নাহার।