Former MP Nadvi remanded for two days again

ফের দুই দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর জানান, নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় নদভীকে।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই নগরীর মুরাদপুর এলাকায় ফয়সাল আহমেদ শান্ত নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।

১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) প্রেক্ষিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সর্বশেষ গত ২৬ জানুয়ারি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় চারদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।