প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন নিয়ে ‘ডন ৩’-এ নতুন চমকের আভাস

বিনোদন

বিনোদন ডেস্ক

অবশেষে শুরু হচ্ছে ‘ডন’ সিরিজের তিন নাম্বার সিনেমা। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তিতে ডনের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। দ্বিতীয় কিস্তিও টেনে নিয়ে গিয়েছেন তিনি। কিন্তু এবার আর থাকছেন না। এটা অবশ্য পুরোনো খবর। শাহরুখের পরিবর্তে ডন হচ্ছেন রণবীর সিং, এটাও ভক্তরা জানেন।

নতুন খবর হচ্ছে, ফারহান আখতারের ‘ডন-৩’ অবশেষে শুরু হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু করবেন রণবীর সিং, কিয়ারা আদভানি। ভারতীয় গণমাধ্যম বলছে, প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন তিন নাম্বার সিক্যুয়ালে। আরও আগেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছিল।

শাহরুখ খানের পরিবর্তে যখন রণবীর সিংকে ডন হিসাবে কাস্ট করা হয় তখন বেশ ট্রোলও হয়েছিল বিষয়টি নিয়ে। নির্মাতা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

প্রযোজকদের একজন বলেছেন, ‘এটা ঠিক, শুটিং শুরু করতে দেরি হয়েছে। কারণ, শাহরুখ খানের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিতে আসা রণবীর সিংকে শাহরুখের ভূমিকায় পা রাখার ‘সাহস’ দেখানোর জন্য অনলাইনে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল।

এ বিষয়ে ফারহান এবং রণবীর চুপ করে থাকার এবং উত্তেজনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রণবীরেরও এই ভূমিকার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সময় প্রয়োজন, যার জন্য কঠোর মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রয়োজন।

সূত্রটি আরও যোগ করেছে, ‘এরপর, কিয়ারা আদভানিকে প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হিসাবে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু তিনিও ওই সময় গর্ভবতী হয়ে পড়েন। পরিবর্তিত পরিস্থিতির কারণে ফারহানকে সিনেমার কাজ বন্ধ রাখতে হয়েছিল।

তবে ‘ডন-৩’র শুটিং শুরু না করার পেছনে ফারহানের ব্যক্তিগত কারণও আছে। যেহেতু তিনি সময়মতো শুটিংয়ে যেতে পারেননি, তাই তড়িঘড়ি করে সেটা করতেও চাননি। তিনি নিজেও অভিনেতা। যুদ্ধভিত্তিক সিনেমা ‘১২০ বাহাদুর’-এ মেজর শাইতান সিংয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘ডন-৩’ শুরু করতে না পারায় ওই সময়টা নিজেই অভিনয় করার জন্য শিডিউল বরাদ্দ দিয়েছিলেন। ফলে ডনের কাজ বন্ধ করে নিজস্ব অভিনয়ের সময়সূচিতে গভীরভাবে ডুবে যান ফারহান। সিনেমাটি ২০২৫ সালের ২১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।”

এদিকে, সব বাধা অতিক্রম করার পর, ‘ডন-৩ অবশেষে ক্যামেরার সামনে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ফারহান। ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবে, ২০২৬ সালের ডিসেম্বরে থিয়েটারে মুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে একটি বিষয়েও এখনো দ্বিধা রয়েছে। আর সেটা হচ্ছে প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন। যেহেতু তার বদলে প্রধান নারী চরিত্রে কিয়ারাকে নিয়ে কাজ শুরু করছেন ফারহান, প্রিয়াঙ্কা তাহলে কীভাবে ফিরবেন, এমন প্রশ্ন থেকেই যায়। কিন্তু প্রযোজনা সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘প্রিয়াঙ্কা চোপড়া ডন ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে পারেন এমন সম্ভাবনা রয়েছে।’