প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট; জাতীয় চ্যাম্পিয়ন কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় 

কুতুবদিয়া

আবুল কাশেম, কুতুবদিয়া:

জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সারা দেশের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন।

২৭ ফেব্রুয়ারী দুপুরে জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্যায়ের এই খেলা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সদর উপজেলার ইছাগরি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলায় বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজমানির চেকের রেপ্লিকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ হোসেন তুহা গোল্ডেন বুট এবং মোঃ জুনায়েদ গোল্ডেন বল লাভ করেন।

জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় এই দলকে অভিনন্দন জানিয়েছেন কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ ও এএইচএম হামিদুর রহমান আজাদ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা,সহকারী কনিশনার (ভূমি) মোঃ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন।