প্রতিটি খুনের বিচার করা হবে, চকরিয়ায় – ধর্ম উপদেষ্টা

কক্সবাজার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আমাদের ভাইদের খুন করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকার সক্রিয় রয়েছে, সরকার চায় প্রতিটি খুনের বিচার হোক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা শহিদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশের রাঘববোয়ালদের অনেকে ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে বাকিরাও হবে। যারা সত্যিকারের অপরাধী তাদের সকলের বিচার হবে। যারা দেশের টাকা লুট করে নিয়ে গেছে কিংবা মানুষ খুন করেছে তাদের বিচারের আওতায়  আনা হবে।


ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসন সংশ্লিষ্ট ও শহিদ ওয়াসিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।