পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযানে মদসহ আরকানুল ইসলাম(২৪) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় পরিত্যক্ত স্থান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক একই এলাকার জামাল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, রাজাখালী লালজান পাড়ার একটি দোকানের পিছেনে আগ্নেয়াস্ত্র লুকানো আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইনামুল ১৬ ক্যাভ্যালারী নেতৃত্বে একটি টহল দল রাজাখালী লালজান পাড়া পৌঁছে আরকানুল ইসলাম(২৪) যুবককে ৫০০ গ্রাম মদসহ আটক করে। পরে দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আইনি কার্যক্রম পরক্রিয়া সম্পূর্ণ করে আসামীকে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আরকানুল ইসলাম নামের এক যুবককে মদসহ আটক করা হয় এবং পরবর্তীতে দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।