Juba Dal's colorful victory rally on the occasion of Victory Day in Pekua

পেকুয়ায় বিজয় দিবস উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

পেকুয়া

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখা।

(১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা পেকুয়া সিকদার পাড়াস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের বাসভবন এসে ঝড়ো হয়।

সেখান থেকে  র‌্যালিটি বের হয়ে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসময় যুবদলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়উর রহমান,বেগম খালেদা জিয়া, তারেকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ ও পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট নামে বিভিন্ন শ্লোগান দিয়ে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে যায় পেকুয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুজ্জমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পেকুয়া উপজেলা যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি সৌদি আরবে ওমরায় থাকায় মুটোফোনে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের সহ সভাপতি নুরুল হোছাইন, যুগ্মসাধারণ সম্পাদক ফাহিম কামাল, যুগ্মসাধারণ সম্পাদক বাবু মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক শওকত, দপ্তর সম্পাদক নাছির উদ্দদীন,প্রচার সম্পাদক আজম ইকবাল, মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম,সহ অর্থ সম্পাদক জাকের হোছাইন মিয়া,শিলখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আবু তাহের ফরহাদ, মগনামা ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ মোশারফ, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক সাইফুল হক,রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্বাস,সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, সদর পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক কাইছারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মন্নান,শোয়াইব, কামাাল,বাচ্চু, ফজল, নুরুন্নবী, আজিম, আব্বাসউদ্দিন, আশফাক,রিয়াদ,আবু তাহের, নবাব শরীফ,জয়নাল আবেদীন,আবুল কাশেম সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।