পেকুয়ায় ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা

কক্সবাজার পেকুয়া

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতার সংকট মোকাবিলায় ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি নুর পেয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো: রুবেল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সবুজ ধর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) উলফাত জাহান চৌধুরী,  ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের মার্কেট ফেসিলিটেটর মো: মজিবুল ইসলাম প্রমুখ।

সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন- ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের ফিল্ড টীম লিডার জ্যোতির্ময় মজুমদার।

সভায় বক্তারা বলেন, ‘পুষ্টির মাধ্যমে জীবন পরিবর্তন করা’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে উপজেলার তিনটি ইউনিয়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য পুষ্টির দিক থেকে দূর্বল জনসংখ্যা, গর্ভবতী মহিলা, শিশুদের জন্য ক্ষুদ্র কৃষি, অর্থনীতি, সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে উন্নয়ন চ্যালেঞ্জ সমাধানে সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রের অবসান ঘটাতে উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার উদ্যোগ নেয়া হবে। সভায় বক্তারা গ্রামীণ পর্যায়ে কিশোরী স্বাস্থ্য সচেতনতায় আরো সক্রিয় হওয়ার আহবান জানান। 

জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নে কক্সবাজারের ৫টি উপজেলায় কাজ করবে, হেলেন কেলার, ভিটামিন এঞ্জেলস ও আইডিই। এ প্রকল্পের অর্থায়ন করছে দাতা সংস্থা THE CHURCH OF JESUS CHRIST OF LATTER DAY SAINTS ।

পেকুয়া উপজেলায় সদর বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নসহ তিনিটি ইউনিয়নে এ প্রকল্প শুরু হয়েছে ধাপে ধাপে উপজেলার বাকি ইউনিয়নগুলো সংযুক্ত হবে।

সভায় বিভিন্ন সরকারী বেসরকারী ও এনজিও কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।