পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় গণঅদ্ভুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা করেছে পেকুয়া উপজেলা বিএনপি। এসময় পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারের কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে পেকুয়া চৌমুহনীস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে থাকে নেতাকর্মীরা। এর পর বিকেল ৪টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে মিনি মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় চৌমুহনী থেকে বাজার পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ ও পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা বিএনপির সদস্য নুরুল আবছার বদুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।