পেকুয়ায় কৃতি হিফজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

 

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়ার মোবারকীয়া মাহফুজুল কোরআন হিফজখানা ও সাঈদুল উলুম এতিমখানার বার্ষিক দস্তারবন্দী অনুষ্ঠানে হিফজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত হিফজ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি দস্তারবন্দী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতি হিফজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, মোবারকীয়া মাহফুজুল কোরআন হিফজখানা ও সাঈদুল উলুম এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ছফওয়ানুল করিম সহ অনেকেই।

 

কক্সবাজারে তিন দিনের সফরের প্রথম দিন নিজ জন্মভূমি পেকুয়ায় অবস্থান করেন জাতীয় এ নেতা। আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।