চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া ১ টি বিদেশী রিভলভার, ৬ রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্রসহ ২ জন অস্ত্রধারী ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী-শুক্রবার রাত আড়াইটার দিকে রানী রাসমনি ঘাট এলাকার গোল চত্বর থেকে মো. মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১ মার্চ রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রানী রাস মনিঘাট গোলচত্তর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে মো. মাঈনুর ইসলাম মামুন (২০), মো. জামাল (২৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুটকৃত ১ টি বিদেশী রিভলভার, ৬ রাউন্ড বুলেটসহ ১ টি টিপ ছোরা, ১ টি ফ্যাং ছোরা, ১ টি লোহার রড়, ১ টি পুরাতন গামছা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা অজ্ঞাতনামা সহযোগীসহ পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য বলেও জানায় পুলিশ।