নিরাপদ ও যানজটমুক্ত সড়কের দাবিতে মানববন্ধনে হাজারো শিক্ষার্থী

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

নিরাপদ ও যানজটমুক্ত সড়কের দাবিতে চট্টগ্রামে রাস্তায় নামল স্কুল কলেজ শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বন্দর পতেঙ্গা এলাকা যানজট মুক্ত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন করেন তারা।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নগরীর সল্টগোলা এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা ছাড়াও মানববন্ধনে অংশ নেন বেশ রাজনৈতিক, সামাজিক ও বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও।

 

সেখানে তারা অভিযোগ করে বলেন, রাস্তা দখল করে  ট্রাক, লরি কার্ভাড ভ্যান দাঁড় করিয়ে রাখায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে রাস্তায় রোগীর মৃত্যু , হাজারো কর্মঘণ্টা নষ্ট সহ চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। যানজটের এ সমস্যা দূর করতে বন্দরে গাড়ি প্রবেশের গেইট বৃদ্ধি, বন্দরের সার্ভার সার্বক্ষণিক সচল রাখাসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার জরুরী বলে মনে করেন ট্র্যাফিক বিভাগের সদস্যরাও।

 

স্কুল কলেজ শিক্ষার্থীসহ প্রায় ৬ হাজারের অধিক মানুষ রাস্তায় নেমেছে চট্টগ্রামের বন্দরভিত্তিক যানজট ও দুর্ঘটনার মরণফাঁদ হতে মুক্তি পেতে। সকালে নগরীর সল্টগোলা মোড়ে বন্দর পতেঙ্গা এলাকার স্কুল কলেজ শিক্ষার্থী,  পেশাজীবী ও ব্যবসায়ী,  স্থানীয়সহ প্রায় ৪০ টিরও বেশি সংগঠন মানববন্ধন অংশ নেন নিরাপদ যানজটমুক্ত সড়কের দাবিতে।

 

তারা বলেন, বন্দর এলাকায় ৫ কিলো মিটার সড়ক জুড়ে বন্দরের ট্রাক, লরি,কার্ভাড ভ্যান সহ বড় বড় গাড়ি দিনের পর দিন কয়েক লেনে দাড় করিয়ে রাখা হয়, ফলে হাসপাতাল যেতে রোগীর মৃত্যু স্বাভাবিক ঘটনা। স্কুল কলেজ অফিসগামী সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় নিয়মিত।

 

বন্দর পতেঙ্গা এলাকার সড়ককে যানজট মুক্ত করে সাধারণ নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন বন্দর নগরীর বাসিন্দারা।