দরিয়া নগর ডেস্ক
ট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার খাতুনগঞ্জ এবং পাহাড়তলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
বিকেলে পৃথক দুইটি অভিযানে পন্য বিপননের ক্ষেত্রে যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় খাতুনগঞ্জের দুইটি দোকানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অনান্য দোকানীদের সর্তক করে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। এসময় তারা জানান, বাজার সিন্ডিকেটের অস্থিত্ব না পেলেও বাজারে যাতে নিত্য পণ্যের কোন ধরণের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য অভিযান অব্যহত থাকবে।












