নাফ নদী থেকে ভাসমান রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে বশির আহমেদ (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌধুরীপাড়া হ্নীলা এলাকার আনোয়ার প্রজেক্টের পূর্ব পাশে নদীর মধ্যবর্তী হরের চরে কয়েকজন জেলে মাছ ধরার সময় মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে, বিজিবি নৌপুলিশকে অবহিত করে।

নিহত বশির আহমেদ উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক ডি/১৫ এলাকার বাসিন্দা।

খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তার স্ত্রী বেগম জানান, এক সপ্তাহ আগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বশির আহমেদ। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

টেকনাফের দায়িত্বে থাকা নৌপুলিশের ইন্সপেক্টর আতিকুল হক বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”