কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় ইঞ্জিন বিকল হওয়া একটি যাত্রীবাহী বোট থেকে ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন বেলা ১১টার দিকে এমভি মায়ের দোয়া নামের যাত্রীবাহী বোটটি টেকনাফের কায়ুকখালী বোটঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বোটটি শাহপরীসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বোটটি নিয়ন্ত্রণহীনভাবে নদীতে ভাসতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসমান বোটটি শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে বোটসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয় এবং পর্যায়ক্রমে তাদের পরিবারে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনসাধারণের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় তৎপর থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।












