নিজস্ব প্রতিবেদক :
নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অতর্কিত গুলি বর্ষণে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার হেদায়েত উল্লাহ(১৭) ও মো. হোসেন(১৬)।
স্থানীয় ও জেলে পরিবার সুত্রে জানা যায়, রবিবার সকালে শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে নাফনদীতে মাছ শিকারে যায় দুই জন জেলে। মাছ শিকারের একপর্যায়ে সাবরাং সীমান্তের নাফনদীতে মিয়ানমার জলসীমানায় অতিক্রম করলে মিয়ানমার আরাকান আর্মি এসে অতর্কিতভাবে গুলি বর্ষন করে। এতে দুই জেলের পায়ে এবং হাতে গুলি লাগে। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এছাড়া ১২ মে, সোমবার হ্নীলা ইউনিয়ন লেদা বিওপির পুর্বে নাফ নদীতে মাছ শিকারের সময় মায়ানমার জলসীমানা অতিক্রমের অভিযোগে আরাকান আর্মি ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বর্ষণ করে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. সিদ্দিক হোসেন (২৭), একাই এলাকার লাগু মিয়ার ছেলে মো. রবিউল আলম (২৭) ও হোসেন বৈদ্যের ছেলে মো. মাহমুদ হোসেন (৩০) নামের তিন জেলেকে আটক করে নিয়ে যায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, রবিবার দুপুরে লেদা নাফনদীতে মাছ শিকারের সময় মায়ানমার আরাকান আর্মির গুলিবর্ষণ করে তিন জন জেলেকে আটক করে নিয়ে যাবার খবর পেয়েছি। তারা কি জেলে নাকি অন্য কিও সেটি তদন্ত করে প্রশাসনকে অবগত করা হবে।