নগর যুবলীগ নেতা দেবু গ্রেফতার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবু চট্টগ্রামের বন্দর এলাকার হরেন্দ্র বিজয় পালের ছেলে।

পুলিশ জানায়, ‘দেবাশীষ পাল দেবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থানায় অগ্নিসংযোগ-অস্ত্র লুটের মামলা ছাড়াও নগরীর কোতোয়ালী থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।