রাঙ্গামাটির ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম মহানগরীতে র্রাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম

দরিয়া নগর ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু এলাকায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকেলে আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গামাটি জেলার, লংগদু থানার, রাংগীপাড়ার রাজ্জাক আলীর ছেলে জহীরুল ইসলাম (২৭)কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু থানার রাঙ্গীপাড়া এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের সন্তান। ভিকটিমের বাড়ির আশপাশে কোন নলকূপ না থাকায় ১৩ মার্চ বিকাল সাড়ে ৫টা দিকে পার্শ্ববর্তী পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতে যায়। ঝর্ণা থেকে পানি নিয়ে ফেরার পথে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মো. জহিরুল ইসলাম এবং তার অজ্ঞাত সহযোগীরা ভিকটিমের মুখ বেঁধে পাশের তামাক ক্ষেতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করলে অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করতে আদালতের আদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লংগদু থানায় মামলা রুজু হয়। যার মামলা নং- ০৫/১৪, তারিখ- ২৪ মার্চ ২০২৪ ইং।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, মামলা রুজু হওয়ার পর এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীতে অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। সে মামলা দায়ের হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।