টেকনাফ সংবাদদাতা :
দীর্ঘ ১৭ দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা ২৯ জন বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেদের ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার মধ্যে ১৪ জন রোহিঙ্গা এবং ১৫ জন বাংলাদেশি জেলে।
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ২৯ জেলেদের নিয়ে টেকনাফ পৌরসভা পুরাতন ট্রানজিট জেটিঘাটে পৌঁছে বিজিবি।
গত ১১ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি সকালে মাছ শিকার করে আসার পথে বঙ্গোপসাগর ও নাফনদী থেকে ট্রলারসহ ২৯ জন জেলেদের আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। দীর্ঘদিন ১৭ দিনের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে আরাকান আর্মি।
জেলেরা জানান, নাফনদী ও বঙ্গপোসাগরে জাল ফেললে স্রোতের কারণে সেটা দিক পরিবর্তন করে নেয় বলেই মাঝে মাঝে মায়ানমার জলসীমানা অতিক্রম করে ঢুকে যায়, তবে আগে এমন অসহিষ্ণু না হলেও সম্প্রতি আরাকানা আর্মির কারণে অনিরাপদ হয়ে গেছে নাফনদী। জেলে পরিবারগুলোর রোজগারের মাধ্যম আরাকান আর্মির হাতে বন্দি থাকায় উৎকণ্ঠায় দিন পার করছিল স্বজনেরা। অবশেষে দীর্ঘদিন পর বিজিবির তৎপরতার কারণে তাঁদের ফেরত আনা হয়েছে। তাদের স্বামী, পিতা, সন্তানদের ফেরত পেয়ে জেলে পরিবার প্রশাসনকে ধন্যবাদ জানান।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানা অতিক্রম করার কারণে মিয়ানমার আরাকান আর্মি নৌকা ও ট্রলার সহ ২৯ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেদের আটক করে নিয়ে যায়। যোগাযোগের মাধ্যমে ১৪ জন রোহিঙ্গা ও ১৫ জন বাংলাদেশি সহ মোট ২৯ জনকে মিয়ানমার আরাকান আর্মি বৃহস্পতিবার বিকালে বিজিবির কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, জেলেদের ট্রানজিত জেটি ঘাটে রাখা হয়েছে পরবর্তীতে যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতবছর নভেম্বর ও ডিসেম্বরে মিয়ানমার আরাকান আর্মির কাছ থেকে ২৬ জন জেলেকে ফেরত এনেছিল বাংলাদেশ বর্গার গার্ড (বিজিবি)।