দক্ষিণ ধূরুং ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, কুতুবদিয়া উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো দক্ষিণ ধূরুং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ এহাছান, উত্তর ধূরুং ইউনিয়ন যুবদলের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন নাজু, সাবেক ছাত্রনেতা মাসুদুল ইসলাম সবুজ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম হোসাইন আলী, উপজেলা ছাত্রদলে আহবায়ক মোকাররম কুতুবী, সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নান।

এসময় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।