নিজস্ব প্রতিবেদক :
প্রকৃতির কোল ঘেঁষে পতেঙ্গা লিংক রোড়ে তৃতীয় বছরের মতো দেশী-বিদেশী ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় মাসব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারী।
১৯৪ একরের এই ডিসি পার্কে আয়োজিত এবার ফুল উৎসবের থাকছে গ্রামীণ মেলা, বই, ঘুড়ি ও পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।
পাশাপাশি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার বিশেষ স্টল। বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গাটি অবৈধ দখলদারের কাছ থেকে ২০২২ সালে মুক্ত করে সেটিকে পার্কে রূপান্তর করে জেলা প্রশাসন। পরে তার












