নিজস্ব প্রতিবেদক :
বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েট। আজ দুপুরে বৃষ্টি উপেক্ষা করে চুয়েটের প্রতিটি হল এবং বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেয় তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ডিগ্রীধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা থাকার কারণে বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ সীমিত হচ্ছে। এসব পদ ও সুযোগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা উচিত উল্লেখ করে তারা জানান, তাদের আন্দোলনের লক্ষ্য শুধুমাত্র ন্যায় ও সমান অধিকার নিশ্চিত করা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা – ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। – ১০ম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত শত ভাগ কোটা বাতিল করে, ঐ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন কারী প্রকৌশলীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে “ইঞ্জিনিয়ার” পদবী ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই তিন দাবিসহ কোটা প্রথা নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন।