তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং উনার মনোনয়নপত্র জমা দেবেন।

বিকেলে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজের বাসভবনে এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। এ সময় আডিমর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। দেশের মানুষ নির্বাচন নিয়ে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করবে এবং ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি আরো বলেন, মনোনয়ন নিয়ে দলের ভেতর বিদ্রোহের কোন সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। আমরা নির্বাচিত হলে মানুষের সমস্ত ধরণের অধিকার ফিরিয়ে দিব। সেসাথে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্হান তৈরী করব। বিনামূল্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে। আমাদের ঐকবদ্ধ থাকতে হবে। দেশ গড়ার সমস্ত পরিকল্পনা করা হয়েছে। যে প্রত্যাশা মানুষের মধ্যে জেগেছে তা পূরন করতে হবে বলেও জানান মিরি খসরু।