নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়য়ারহাট ধুনঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ঢাকা মুখী সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকার এক বাসের তিনজন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারী) ভোর রাত ২ টা ১৫ মিনটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুনঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মহিলা ও দুইজন পুরুষ।
পুলিশ জানায়, ধুমগাট ব্রিজের আগে বনবিভাগের একটি চেকপোস্টে কাটবোজাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনটি এ ট্রাক্টের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাত গভীর হওয়াই মহাসড়কে কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ তাৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানাতে পারেনি।












