নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামে অনলাইন প্লাটফর্ম টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ খুলে ফাঁদে ফেলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং মডেল থানা।
গত কাল বোধ বার রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাসায় কৌশলে আটক রেখে চাঁদা দাবি করার কাজে লিপ্ত ভিআইপি সিক্রেট গ্রুপের-টেলিগ্রাম গ্রুপ এর সক্রিয় ৫ সদস্য তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পি (২২), জড়িত শিশু মেহেদী হাসান প্রান্ত (১৫) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে গত ৬ নভেম্বর একজন চা-পাতা ব্যবসায়ীর সাথে ভিআইপি সিক্রেট গ্রুপের নাবিলা আক্তার হ্যাপির (২০) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ব্যবসায়ীকে গত ৯ ডিসেম্বর (সোম বার) রাত আনুমানিক ১০ টার সময় হ্যাপী ওই ব্যবসায়ীকে কৌশলে তার বাসায় নিয়ে যায়। তারপর অন্য আসামিরা বাদীকে আটক করে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আসামিরা বাদীর নিকট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা চাঁদা আদায় করে অবশিষ্ট টাকা এনে দিতে বলে ছেড়ে দেয়।
এরপর গত ১০ ডিসেম্বর (মঙ্গল বার) পৌনে ৪টার থেকে বিভিন্ন সময়ে আসামিদের মোবাইল নম্বর থেকে ভিক্টিম ব্যবসায়ীকে ফোন করে তাদের দাবিকৃত চাঁদা ১২ লক্ষ টাকা চাইলে বাদী পুলিশকে অবহিত করে।
এর পর অভিযান পরিচালনা করে গত রাতে পাঠানটুলী এলাকা থেকে এজাহারনামীয় সকল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।