টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে জুয়াড়িসহ আটক -৫

টেকনাফ

শহিদ উল্লাহ; টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জুয়াড়িসহ ৫ জনকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ।

আজ ৩০ জুলাই দুপুর ২ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ (এপিবিএন) ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।

তিনি জানান, ২৯ জুলাই রাতে লেদা ক্যাম্পের বিভিন্ন ও-ব্লক পাহাড়ি এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে লেদা ২৪-রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে প্রকাশ্যে অনলাইন জুয়াখেলার সময় ৩ জন জুয়াড়ী এবং মোবাইল কোর্ট পরিচালনায় বাঁধা দেওয়ার অভিযোগে ২ জনসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেন এর পুত্র শহিদুল ইসলাম (২৪)। মো. সিদ্দিক এর পুত্র মো. আনাস (১৬)। মো. নাজির এর পুত্র মো. জাকের (১৯)। জামাল হোসেন এর পুত্র ইমরুল কবির (২২)।ও নুর হোসেন এর পুত্র নুরুল আফছার (১৯)।

এপিবিএনের পুলিশ সুপার শৈলেন চাকমার নেতৃত্বে, ২৪ নং লেদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কর, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসান হাফিজুর রহমান। ২৪ নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ(সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের(সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান অভিযানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।