কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সমুদ্রপথে মানব পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় সাত ভুক্তভোগীকে উদ্ধার করে সংস্থাটি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন মুন্ডার ডেইল ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে মো. আলম (১৯) ও টেকনাফের পুরাতন পুরান পল্লান পাড়ার আবু তাহেরের ছেলে ইসমাঈল (২৮)
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিজিবির একটি দল মেরিন ড্রাইভের কাটাবুনিয়া জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এসময় স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক একটি ট্রলার ঘিরে ফেললে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে শিশু পার্কসংলগ্ন স্থানে একটি ট্রলার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ছয় পুরুষ ও এক নারীসহ সাতজনকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় ট্রলারে থাকা এক যুবককে পরে টেকনাফ পৌরসভা এলাকার পুরানপল্লানপাড়া থেকে চক্রের আরেক সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানায়, অল্প টাকায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের প্রতারণার ফাঁদে ফেলে পাচারকারী চক্র।
আটক দুই পাচারকারী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।












