কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজারে সাগরপথে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে ওঠায় র্যাব গোয়েন্দা নজরদারি ও মানবপাচারবিরোধী অভিযান জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব-১৫-এর একটি যৌথ দল অধিনায়কের সার্বিক নির্দেশনায় বাহারছড়ার উত্তর শীলখালী গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, টানা তিন ঘণ্টার রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে অভিযানের সময় পাচারকারী দালাল চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, কক্সবাজারের উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩-৪ দিন আগে একদল দালাল মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ের চূড়ায় রোকসানা নামের এক নারীর ঘরে আটকে রাখে। জিজ্ঞাসাবাদে পাচারকারী চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় মানবপাচারকারীসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।












