টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে রাজমিস্ত্রির সরঞ্জামে ১০ হাজার ইয়াবা নিয়ে চালকসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের,জামতলির মৃত হারুনের পুত্র মোহাম্মদ রফিক (২৯)। বান্দরবান জেলার আলীকদম -মান্নান মেম্বরপাড়া এলাকার মৃত ইউসুফ আলির পুত্র আবুল কাশেম (২৬)।
আজ ৩০ আগস্ট এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে কুতুপালং থেকে টেকনাফগামী একটি রেজিঃ বিহীন সিএনজি তল্লাশির জন্য থামানো হয়।
সিএনসিজি’টি থামানোর পর, বিজিবি কে -৯ ইউনিটের দক্ষ ডগ ‘মেঘলা’ সিএনজির পিছনের সিটে বস্তাসহ একজন আসনধারীর বস্তায় সংকেত দিতে থাকে। ঐ আসনের আরোহীর সন্দেহজনক আচরণে বিজিবি সৈনিকদের নজরে আসে।
পরবর্তীতে সৈনিকরা বস্তাটি তল্লাশি করে বস্তার ভিতরে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা সহ আটক করে।
উক্ত সময়ে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজি’র চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।