টেকনাফে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অপহরণকারী আটক; উদ্ধার ১

টেকনাফ

চট্টগ্রাম সংবাদদাতা :

টেকানাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন অপহরণকারীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় অপহৃত ১ ভিকটিমকেও উদ্ধার করা হয়।

৭ মার্চ শুক্রবার রাতে হুয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই সহযোগীসহ হেলাল উদ্দীনকে আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার ২ সহযোগীসহ আটক করা হয়। এ সময় তার বাসা থেকে নরসিংদীর মনোহরদি উপজেলার আরেফুল ইসলাম শুভ নামে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জায়ানোহয়, অপহরণের শিকার ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের মজিব নামের এক ব্যক্তির কাছে আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিন এর আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণও দাবী করে। পরে আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা ৪ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।