টেকনাফে মৌসুমের প্রথম কাঁচা আম বাজারে

টেকনাফ

মিজানুর রহমান মিজান

শীত শেষ হতে আরও কয়েক মাস বাকি, এখনও টেকনাফের বিভিন্ন এলাকায় শুধু আমের মুকুল এসেছে। কিন্তু টেকনাফের বাজারে উঠেছে মৌসুমের প্রথম কাঁচা আম।

টেকনাফ পৌরসভার বাস স্টেশন সড়কের পাশে ফুটপাতে সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে মৌসুমের আগাম ফল-কাঁচা আম।

টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামের সব্বির আহমেদ গতকাল বিকেলে নিজের বাগানের ২৫ কেজি কাঁচা আম নিয়ে আসেন টেকনাফ বাজারে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন ১০ হাজার টাকায়।

বাগান মালিক সব্বির আহমদ বলেন, বাড়ির আঙিনায় কয়েক বছর ধরে তিনটি গাছে আগাম আম পাওয়া যাচ্ছে। আমের আগাম ফলন হওয়ায় ভালো দাম পাওয়া যাচ্ছে।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, হঠাৎ করে বাজারে কাঁচা আম দেখে বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্য। বর্তমানে অধিকাংশ এলাকায় আম গাছে মুকুল আসেনি। তবে এ সময়ে আগাম অনেক ফলের মতো আমও আসতে পারে।

নতুন কাঁচা আমের দেখা পেয়ে টক প্রিয় মানুষগুলো খুবই খুশি। এছাড়া গ্রামের টাটকা ফরমালিনমুক্ত আমে মানুষের আগ্রহও বেশি। তাই মৌসুমের প্রথম ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই চোখে-মুখে ছিল খুশির ঝলক।