কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা জব্দ করেছে। এসময় দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা আট ঘণ্টা ধরে উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, ফাইজা আক্তার (১৯) ও আইয়ুব আলী (৩৭)।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। এবং সংশ্লিষ্ট এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।