কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়ায় পুকুরে পড়ে তাফরিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফরিয়া জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আমিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল তাফরিয়া। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে পরিবার খোঁজাখুঁজি করে। পরে সন্দেহ হওয়ায় তাফরিয়ার বাবা পুকুরে নেমে খুঁজতে থাকেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করেন।
অবস্থা গুরুতর হওয়ায় তাফরিয়াকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, মেয়েটি পুকুরে পড়ার সময় আশপাশে কেউ ছিল না। জালিয়া পাড়ায় অধিকাংশ মানুষ ওই পুকুরে গোসল ও ধোয়া-মোছার কাজ করেন।
নিহত শিশুর পিতা সৈয়দ আমিন বলেন, “আমার পুকুরে পড়ে মারা গেছে। আশপাশে কেউ ছিল না বলে উদ্ধার করা যায়নি। এটি আল্লাহর হুকুম।”
টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা হয়। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা এবং শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে জানিয়েছে পরিবার।












