টেকনাফে নিখোঁজের একদিন পর বিজিবি সদস্যের মহদেহ উদ্ধার

টেকনাফ

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের একদিন পর বিজিবির সদস্য (সিপাহী) বিল্লাল হাসানের (৩০) মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

রবিবার দুপুর ১২ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগর থেকে বিজিবির সদস্য লাশটি উদ্ধার করা হয়। গত দুই দিনে এক বিজিবির সদস্যসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল হাসান (৩০) কুমিল্লা মুরাদ নগর কাজিয়াতল এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি ২০১৩ সালে ৬ জানুয়ারি বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি-তে অন্তর্ভুক্ত হন।

শাহপরীরদ্বীপ পশ্চিম এলাকার বাসিন্দা আব্দুল আমিন বলেন, গত কাল শনিবার রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগর দিয়ে প্রবেশের সময় ডুবে যায়। পরবর্তীতে কান্নাকাটি করলে স্থানীয় জেলে ও বিজেপির সদস্যরা নৌকাতে থাকা রোহিঙ্গাদের উদ্ধারে গেলে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হলেও এক বিজিবির সদস্য নিখোঁজ হয়। রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগরে মাছ ধরার একটি ট্রলার বিজিবির লাশটি দেখতে পেয়ে খবর দিলে বিজিবির সদস্যরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট সংলগ্ন বঙ্গোপসাগর দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সাগরের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্য ও স্থানীয় জেলেদেরকে সহযোগিতায় রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকারের কারণে বিজিবি সদস্য মো. বিল্লাল হাসান পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়। রবিবার দুপুরে দীর্ঘ ৩২ ঘণ্টা উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনার পর নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসান এর মৃতদেহ শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন এর মাঝামাঝি গভীর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে কক্সবাজার বিজিবি সদর রিজিওনে প্রথম জানাজা সম্পন্ন করে গ্রামে বাড়িতে মরদেহটি পৌঁছে দেওয়া হবে। এছাড়াও মৃত উদ্ধারকৃত রোহিঙ্গা সদস্যদের স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা সম্পন্ন করা হয়।