কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
গ্রেপ্তাররা হলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৃত সুলতানের ছেলে মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের ছেলে মো. নূর কালাম (২৬) এবং মৃত বাছা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ডিআইজি কাউছার সিকদার জানান, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন সাতটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় সশস্ত্র ডাকাত দলের অবস্থানের তথ্য পেয়ে একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আরও ১০-১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।












