টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং মুরগী বিক্রির পাওনা টাকা খুঁজতে গিয়ে হত্যার শিকার হন দিদারুল আহমদ (৫৫) নামের এক মুরগী ব্যবসায়ী।
সোমবার দুপুর সাড়ে ১২টক্র দিকে টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় এঘটনা ঘটে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহার বলেন, টেকনাফের হোয়াইক্যং মনিরঘোনা এলাকায় বাসিন্দার দিদারুল আহম্মদ মুরগি ব্যবসায়ী হোয়াইক্যং উলুবুনিয়া এলাকার বাসিন্দার মোঃ আবুল হাসেমের কাছ থেকে বাকিতে কয়েকদিন আগে মুরগি ত্রয় করেন। সোমবার দুপুরে মনিরঘোনা রাস্তার মাথায় দেখতে পাইলে দিদারুল আহম্মদ এর কাছ থেকে বাকি টাকা খোঁজতে গিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুরগী ব্যবসায়ী আবুল হাসেম দিদারুল আহম্মদের বুকে লাথি কিল ঘুসি মারলে ঘটনাস্থলে লুটে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পালংখালী এনজিওভুক্ত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।