টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ ৩

কক্সবাজার টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক ও এক রাখালকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকায় পাহাড়সংলগ্ন কৃষি জমি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬), আব্দুস সালামের ছেলে সুলতানা আহমদ (৩৪)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি বলেন, “অপহৃতদের মধ্যে দুজন কৃষক ও একজন রাখাল। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।”

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশকে মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে।