টেকনাফের শিক্ষাক্ষেত্রের পথপ্রদর্শক মুখতার আহম্মদ স্যার আর নেই

টেকনাফ

নিজস্ব প্রতিবেদক :

 

টেকনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মুখতার আহম্মদ ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর (১৯৪০-২০২৫) ।

 

পরিবারের তথ্য অনুযায়ী টেকনাফ থানার সর্বপ্রথম বি-কম ডিগ্রিধারী ব্যক্তি ছিলেন তিনি। জীবনের প্রতিটি ধাপে শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ এই মানুষটি কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। দীর্ঘ পেশাজীবনে তিনি বহু প্রজন্মকে আলোর পথ দেখিয়েছেন।

এছাড়া কর্মজীবনে তিনি হ্নিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করেন।

২০০২ সালে তিনি শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।

প্রিয় শিক্ষকে মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, “মুখতার আহম্মদ ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছে।”