কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. হাকিম আলী (৫২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
এর আগে সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালানো হয়।
আটক মো. হাকিম আলী মিয়ানমারের মংডুর মাংগালা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কৌশলগত দল মোতায়েন করা হয়। ভোর ৬টার দিকে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশ দিয়ে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবির নৌ টহল দল সেটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ দুই অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ এবং একজনকে আটক করা হলেও নৌকার অন্য তিনজন সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












